
এমবিট রহমান টাওয়ার এর প্রজেক্ট ও মূল দলিল হস্তান্তর
এমবিট রহমান টাওয়ারের ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনকে এমবিট বিল্ডার্স লিঃ এর পক্ষ থেকে প্রজেক্টের মূল দলিল হস্তান্তর
======================================================
গত ২৬শে অক্টোবর ২০১৭, রোজ: বৃহস্পতিবার, সন্ধ্যা: ৭ টায়, রহমানিয়া রুফটপ চাইনিজ রেষ্টুরেন্টে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের মাধ্যমে এমবিট রহমান টাওয়ারের ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনকে কোম্পানীর পক্ষ থেকে প্রজেক্টের মূল দলিল ও নির্মাণ সংক্রান্ত অনুমোদনপত্র বুঝিয়ে দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন-এমবিট বিল্ডার্স লিঃ এর সম্মানিত চেয়ারম্যান জনাব মুহাম্মদ শাহজাহান মাদানী, ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আলী আকবর, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব ড. মোঃ হারুন অর রশিদ ও পরিচালক ল্যান্ড জনাব মোঃ মনির হোসেন।
এতে আরও উপস্থিত ছিলেন ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের আহ্বায়ক জনাব এডভোকেট মোঃ কামাল হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য জনাব মোঃ মিজানুর রহমান সরকার ও জনাব মোঃ সামছুল আলম, এসোসিয়েশনের সদস্য যথাক্রমে-জনাব আ.ম. আরিফ মুরাদ, জনাব মোঃ জাকারিয়া শহীদ, জনাব মোশাররফ হোসেন, জনাব এম.এ মান্নান, জনাব সৈয়দ শাহীন আহাম্মেদ, জনাব মোঃ আব্দুল ওয়াদুদ, জনাব মোঃ শাহিনুর আলম খান, মিসেস আপনান জাহান নিতু, জনাব মোঃ হুমায়ন কবির, জনাব মোঃ জয়নুল আবেদীন, জনাব এডভোকেট সাহাব উদ্দিন আহাম্মদ টিপু, জনাব সৈয়দ নজরুল ইসলাম, মিসেস হাছিনা বেগম, জনাব মোঃ মজিবর রহমান ও জনাব মুহাম্মদ শুকুর আলী কাজী।
এমবিট বিল্ডার্স লিঃ জুলাই ২০১২ থেকে এমবিট রহমান টাওয়ার ভবনটি নির্মাণ শুরু করে বিরতীহিন ভাবে ডিসেম্বর ২০১৫ তে শেষ করে। মাত্র সাড়ে ৩ বছরে ১০ তলা ভবন নির্মাণ শেষ করে জমির মালিক ও ফ্ল্যাট মালিককে সরেজমিনে ফ্ল্যাট বুঝিয়ে দেয় কোম্পানিটি। দীর্ঘ প্রায় ২ বছর ফ্ল্যাট মালিকগণ পরিবার পরিজন নিয়ে সুখে-শান্তিতে বসবাস করছেন। মহান মাবুদ আল্লাহ তায়ালা সকল ফ্ল্যাট মালিকদেরকে পরিবার পরিজন নিয়ে ফ্ল্যাট তথা ভবনে সুখে-শান্তিতে বসবাস করার তৌফিক দিন। (আমিন)