
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
১৪ নভেম্বর ২০২৪, সকাল ১০টায় সিটিজেন ক্লাব বেইলি রোড ঢাকায় “এমবিট হোমস লিমিটেড”- এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন এমবিট গ্রুপ এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ হারুন অর রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব লিয়াকত আলী ভূঁইয়া।
ভূমিকম্প প্রতিরোধে ভবন নির্মাণে ইঞ্জিনিয়ারদের করনীয় বিষয়ে আলোচনা করেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর ড. মেহেদী আহমেদ আনসারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সাখাওয়াত হোসেন, বুয়েটের আর্কিটেক শাকিল আহমেদ, চুয়েটের ইঞ্জিনিয়ার আব্দুল গফুর ও ডুয়েট এর ইঞ্জিনিয়ার মোঃ খোরশেদ আলম হিরন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।