Home Blog Uncategorized এমবিট লেক ভিউ এর প্রজেক্ট ও কাগজপত্র হস্তান্তর
এমবিট লেক ভিউ এর প্রজেক্ট ও কাগজপত্র হস্তান্তর

এমবিট লেক ভিউ এর প্রজেক্ট ও কাগজপত্র হস্তান্তর

অদ্য ২১শে জুলাই ২০১৮, রোজ: শনিবার, সন্ধ্যা: ৭.৩০ মিনিটে, বাড়ী নং-১৫, ব্লক-সি, মেইন রোড, বনশ্রী (আইডিয়াল স্কুল ও মসজিদ সংলগ্ন), রামপুরা, ঢাকাস্থ ‘ব্লু অলিভ রেষ্টুরেন্ট লিঃ’-এ এক অনাড়ম্ভর অনুষ্ঠানের মাধ্যমে এমবিট বিল্ডার্স লিঃ কর্তৃক নির্মিত প্লট-১৭, ব্লক-সি, আফতাব নগর (মেইন রোড), ঢাকাস্থ “এমবিট লেক ভিউ” নামীয় একটি বেইজমেন্ট ও গ্রাউন্ড ফ্লোরসহ দশ তলা বিশিষ্ট আবাসিক ভবনের মূল দলিলসহ নির্মাণ ও অনুমোদন সংক্রান্ত সকল কাগজপত্র বুঝিয়ে দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন-এমবিট বিল্ডার্স লিঃ এর সম্মানিত চেয়ারম্যান জনাব মুহাম্মদ শাহজাহান মাদানী, ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আলী আকবর, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব ড. মোঃ হারুন অর রশিদ, পরিচালক ল্যান্ড জনাব মোঃ মনির হোসেন, পরিচালক জনাব ক্বারী মোঃ জাহাঙ্গীর আলম খান এবং পরিচালক মোহাম্মদ হামিদুর রহমান সোহাগসহ অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রজেক্টের ঠিকাদারবৃন্দ।

ফ্ল্যাট ক্রেতাদের মধ্যে পরিবারবর্গসহ উপস্থিত ছিলেন-মিসেস রেহেনা পারভীন, মোহাম্মদ আনোয়ারুল হক, মোঃ মঞ্জুরুল হক, মোঃ আব্দুল মালেক, মোঃ মোশারফ হোসেন হাওলাদার, মোঃ সফিকুর রহমান, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ মনজুরুল হক ও মোঃ জামাল উদ্দিনসহ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে ভবনের সোসাইটি গঠন, নীতিমালা তৈরি ও ভবন সুষ্ঠু-সুন্দরভাবে পরিচালনার জন্যসকল ফ্ল্যাট মালিকগণের সর্বসম্মতিক্রমে প্রাথমিকভাবে মিসেস রেহেনা পারভীন-কে আহ্বায়ক করে ০৩ (তিন) সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন-মোঃ মোশারফ হোসেন হাওলাদার (সদস্য সচিব) ও মোঃ আব্দুল মালেক (ট্রেজারার)।
এমবিট বিল্ডার্স লিঃ ২০১৪ সাল থেকে ভবন নির্মাণ শুরু করে বিরতীহিন ভাবে ডিসেম্বর ২০১৭ শেষ করে। মাত্র সাড়ে তিন বছরে একটি বেইজমেন্ট ও গ্রাউন্ড ফ্লোরসহ দশ তলা বিশিষ্ট ভবন নির্মাণ শেষ করে জমির মালিক ও ফ্ল্যাট মালিককে সরেজমিনে ফ্ল্যাট বুঝিয়ে দেয়। ফ্ল্যাট মালিকগণ সেখানে পরিবার-পরিজন নিয়ে সুখে-শান্তিতে বসবাস করছেন। মহান মাবুদ আল্লাহ তায়ালা সকল ফ্ল্যাট মালিকদেরকে পরিবার পরিজন নিয়ে ফ্ল্যাট তথা ভবনে সুখে-শান্তিতে বসবাস করার তৌফিক দিন। (আমিন)

Leave a Comment

Jomidar Palace(7th floor) 291, Inner Circuler Road Fakirapool, Motijheel, Dhaka-1000

Useful Links

Follow Our Social Media

© 2024 Ambit Homes Ltd. | All rights reserved.