Home Blog Uncategorized এমবিট জেড সেন্টার’ ফ্ল্যাট ওনার্সদের প্রজেক্ট ও দলিল হস্তান্তর
এমবিট জেড সেন্টার’ ফ্ল্যাট ওনার্সদের প্রজেক্ট ও দলিল হস্তান্তর

এমবিট জেড সেন্টার’ ফ্ল্যাট ওনার্সদের প্রজেক্ট ও দলিল হস্তান্তর

“এমবিট জেড সেন্টার” ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনকে এমবিট বিল্ডার্স লিঃ এর পক্ষ থেকে প্রজেক্টের মূল দলিল হস্তান্তর
====================================================================

অদ্য ৩০শে নভেম্বর ২০১৭, রোজ: বৃহস্পতিবার, সন্ধ্যা: ৬.৩০ মিনিটে, রহমানিয়া রুফটপ চাইনিজ রেষ্টুরেন্টে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের মাধ্যমে এমবিট বিল্ডার্স লিঃ কর্তৃক নির্মিত ৪১/১, পুরানা পল্টন, ঢাকাস্থ “এমবিট জেড সেন্টার” নামীয় একটি বেইজমেন্ট ও গ্রাউন্ড ফ্লোরসহ নয় তলা বিশিষ্ট আবাসিক ভবনের মূল দলিলসহ নির্মাণ ও অনুমোদন সংক্রান্ত সকল কাগজপত্র বুঝিয়ে দেয়া হয়।

এতে উপস্থিত ছিলেন-এমবিট বিল্ডার্স লিঃ এর সম্মানিত চেয়ারম্যান জনাব মুহাম্মদ শাহজাহান মাদানী, ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আলী আকবর, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব ড. মোঃ হারুন অর রশিদ, পরিচালক ল্যান্ড জনাব মোঃ মনির হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ফ্ল্যাট ক্রেতাদের মধ্যে পরিবারবর্গসহ উপস্থিত ছিলেন, মিসেস জুলেখা ফেরদৌস, এডভোকেট মেহেদী হাসান নিজাম, জনাব মোঃ আমির হোসেন, জনাব মোঃ হাবিবুর রহমান, মিসেস জান্নাতুল ফেরদৌস, জনাব উৎপল রক্ষিত, ডাঃ মোঃ নুরুল ইসলাম, জনাব হাসান সাজ্জাদ রানা, জনাব মোঃ এনামুল হক, জনাব মোঃ হারুন-অর-রশীদ, মিসেস ফারজানা হোসেন, জনাব মোঃ ফরিদ আহম্মেদ শিকদার ও জনাব মোঃ আনোয়ারুল ইসলাম রাহাতসহ প্রমুখ।

এমবিট বিল্ডার্স লিঃ জানুয়ারী ২০১৪ থেকে ভবন নির্মাণ শুরু করে বিরতীহিন ভাবে ডিসেম্বর ২০১৬ শেষ করে। মাত্র তিন বছরে একটি বেইজমেন্ট ও গ্রাউন্ড ফ্লোরসহ নয় তলা বিশিষ্ট ভবন নির্মাণ শেষ করে জমির মালিক ও ফ্ল্যাট মালিককে সরেজমিনে ফ্ল্যাট বুঝিয়ে দেয়। প্রায় ১-২ বছর ফ্ল্যাট মালিকগণ পরিবার-পরিজন নিয়ে সুখে-শান্তিতে বসবাস করছেন। মহান মাবুদ আল্লাহ তায়ালা সকল ফ্ল্যাট মালিকদেরকে পরিবার পরিজন নিয়ে ফ্ল্যাট তথা ভবনে সুখে-শান্তিতে বসবাস করার তৌফিক দিন। (আমিন)

Leave a Comment

Jomidar Palace(7th floor) 291, Inner Circuler Road Fakirapool, Motijheel, Dhaka-1000

Useful Links

Follow Our Social Media

© 2024 Ambit Homes Ltd. | All rights reserved.