Home Blog Uncategorized এমবিট গ্রীন হোমস্ এর প্রজেক্ট ও কাগজপত্র হস্তান্তর
এমবিট গ্রীন হোমস্ এর প্রজেক্ট ও কাগজপত্র হস্তান্তর

এমবিট গ্রীন হোমস্ এর প্রজেক্ট ও কাগজপত্র হস্তান্তর

আলহামদুলিল্লাহ। অদ্য ২৬ মার্চ, ২০২২ ইং, রোজ শনিবার ঢাকাস্থ বাড়ী নং-৩/৩ এ,বি,সি দক্ষিণ মুগদাপাড়ায় এমবিট বিল্ডার্স লিঃ কর্তৃক নির্মিত বেইজমেন্ট ও গ্রাউন্ড ফ্লোরসহ 14 তলা বিশিষ্ট আবাসিক কাম বানিজ্যিক “এমবিট গ্রীন হোমস্” এর প্রজেক্ট হস্তান্তর ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন-এমবিট বিল্ডার্স লিঃ এর সম্মানিত চেয়ারম্যান অধ্যক্ষ শাহজাহান মাদানী, ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আলী আকবর, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব ড. মোঃ হারুন অর রশিদ, পরিচালক ল্যান্ড মোঃ মনির হোসেন, ক্বারী মোঃ জাহাঙ্গীর আলম খান ,ড.পেয়ার আহম্মদ, মোঃ আবুল বাশার, আব্দুল হালিম সহ অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রজেক্টের ঠিকাদারবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে ভবনের সোসাইটি গঠন, নীতিমালা তৈরি ও ভবন সুষ্ঠু-সুন্দরভাবে পরিচালনার জন্য কোম্পানির পক্ষ থেকে নানা দিক-নির্দেশনা দেয়া হয়।

এমবিট বিল্ডার্স লিঃ 2015 সাল থেকে ভবন নির্মাণ শুরু করে বিরতীহিন ভাবে 2021 সালে শেষ করে। ফ্ল্যাট মালিকগণ সেখানে পরিবার-পরিজন নিয়ে সুখে-শান্তিতে বসবাস করছেন। মহান মাবুদ আল্লাহ তায়ালা সকল ফ্ল্যাট মালিকদেরকে পরিবার পরিজন নিয়ে ফ্ল্যাট তথা ভবনে সুখে-শান্তিতে বসবাস করার তৌফিক দিন। (আমিন)

 

 

Leave a Comment

Jomidar Palace(7th floor) 291, Inner Circuler Road Fakirapool, Motijheel, Dhaka-1000

Useful Links

Follow Our Social Media

© 2024 Ambit Homes Ltd. | All rights reserved.